ফরিদপুর রাইডার্স ক্লাব কর্তৃক আয়োজিত ট্রাফিক আইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Page Visited: 1188
115 Views

ফরিদপুর রাইডার্স ক্লাব ।

 ফরিদপুর রাইডার্স ক্লাব কর্তৃক আয়োজিত ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামুলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে আজ।ফরিদপুর সদর উপজেলার চাঁদমারীতে অবস্থিত ঈদগাহ ময়দানে অনু্ষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ প্রশাসন এর টি আই জনাব মোঃ তুহিন আরও উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার ফরিদপুর প্রতিনিধি জনাব মোঃ রনি, এছারাও উপস্থিত ছিলেন ফরিদপুর বাইক রাইডার্স ক্লাবের পরিচালোনা পর্ষদের সদস্য মোঃ সাব্বির ,রিয়াদ ইমতুস, মোঃ শিশির,তানভির,শান্ত,রবি,কামরুল,জিতু আশিক, এছাড়া গোয়ালন্দ থেকে বিডি বাইকার্স বয়েস, হোন্ডা বাইক শো রুমের কর্নধার ছিলেন, আজকের এই আলোচনাসভার মুল উদ্দেশ্য ছিলো সড়ক পরিবহন  আইন ২০১৮ সম্পর্কে ধারনা দেয়া যেনো সকলেই অবগত থাকে এই আইন সম্পর্কে।  আলোচনা সভায় আমন্ত্রীত সকল অতিথির বক্তব্য শেষে বক্তব্য রাখেন ফরিদপুর ট্রাফিক ইনচার্জ জনাব মোঃ তুহিন । তিনি সড়ক পরিবহন আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সকল বাইকারদের প্রতি অনুরোধ জানান যেনো কেউ বেপরোয়া গতিতে গাড়ী না চালায়। অবশ্যই হেলমেট ব্যাবহারের পাশাপাশি সকল প্রকার বৈধ কাগজ সঙ্গে রেখে তারপর গাড়ি নিয়ে সড়কে চলাচল করতে বলেছেন এবং অবৈধ কোনো গাড়ী ক্রয় বিক্রয় এর সাথে যেন কেউ সম্পৃক্ত না হয়, এ ব্যাপারে উপস্থিত সকল বাইক চালক একমত প্রকাশ করেন। সেই সাথে ড্রাইভিং লাইসেন্স করার ব্যাপারেও সহযোগীতার আশ্বাস প্রদান করেন জনাব মোঃ তুহিন। উপস্থিত বাইকারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি ,ফরিদপুর ট্রাফিক সমস্যা সমাধানেরও আশ্বাস দেন ।
ফরিদপুর রাইডার্স ক্লাবের এডমিন প্যানেল জানায় তারা শুুধু ফরিদপুর না বাংলাদেশের সীমানা পেরিয়ে তারা বিশ্ব ভ্রমনের মাধ্যমে ফরিদপুরকে তুলে ধরবেন তারা আরও জানায় তাদের এই সংগঠনের মাধ্যমে শুধু বাইক চালানোর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চান না সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেরকে নিয়োজিত রাখতে চান এবং ফরিদপুরকে তুলে ধরতে চান বিশ্বব্যাপি । ভবিষ্যতে তাদের বিভিন্ন সমাজসেবামুলক কার্যক্রম অপেক্ষমান। তাদের সংগঠনে বর্তমানে  ১৭৮৬ জন সদস্য রয়েছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *