ফরিদপুর পৌরসভা

Page Visited: 121
109 Views

ফরিদপুর পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত।

১৮৮৯ সালে অম্বিকাচরণ মজুমদার যখন ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান

১৮৫০ সালে ব্রিটিশ আমলে লর্ড ডালহৌসী ঢাকা জেলাকে ভেঙ্গে ফরিদপুর জেলার সৃষ্টি করেন। এর কিছুকাল পর ১৮৬৯ সালে ফরিদপুর শহরকে পৌরসভায় রুপান্তর করা হয়। ফরিদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ড ছিলো বর্তমানে  ২৭টি ওয়ার্ডএ উন্নতি করা হয়েছে। ফরিদপুর পদ্মা নামে বিভাগ ঘোষনা হলেই ফরদপর পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে ঘোষনা করা হবে।ফরিদপুর পৌরসভা ১৯৮৩ সালে “গ’’ ক্যাটাগরী থেকে “খ’’ ক্যাটাগরীতে এবং ১৯৮৬ সালে “খ’’ ক্যাটাগরী থেকে “ক’’ ক্যাটাগরীতে উন্নীত হয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *