ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জরিমানা প্রদান
“জনস্বার্থে প্রতিরোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা” আজ 8 এপ্রিল ২০২১ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা উপজেলা নির্বাহি অফিসার এর সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদপুর সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আল- আমিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন , করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর সদর উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে জনসাধারণকে সচেতন করা হয়। ও মাক্স না পড়ায় ২৫ জনকে জরিমানা করা হয় ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পশ্চিম খাবাসপুর এ বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয় ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।
Recent Comments