ফরিদপুর জেলায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৩জন, মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১৪ জন ২৭শে মে তারিখের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে আরও ২৫ জন। এই জেলায় ফরিদপুর সদর উপজেলাতেই আক্রন্তের সংখ্যা ৫৮ জন জেলা প্রশাসন সুত্র অনুযায়ী নতুন কোনও সুস্থতার তথ্য নেই । গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ পি সি আর ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৮৮টি যার মধ্যে ২৫ জন নতুন শনাক্ত হয়েছে । ৯দিনের ব্যাবধানে ফরিদপুর সদর উপজেলা ৪৮জন রোগী বৃদ্ধি হয়েছে গত ১৮ই মে তারিখের ফরিদপুর সদর উপজেলা আক্রান্তের সংখ্যা ছিলো ১০ জন আর এখন সেই সংখ্যা ৫৮ জন। বোঝাই যাচ্ছে ফরিদপুর সদর উপজেলা কতটা ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। করোনা সংক্রমন থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই যার যার ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধী মেনে চলতে হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন সবাই শুধু মাত্র একটি মাস্ক এর উপর ভরসা করে বাইরে ঘুরে বেরাচ্ছেন। অনেকেই এখন কাস্কও পরেন না পকেটে রেখে দেন কেউ বা আবার নাকের নিচে রেখে দেন । অনেকেই আবার ঢাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে রাতের আধারে ফরিদপুরে অবস্থান করছেন। যেসকল বাড়িতে তারা অবস্থান করছেন সেসকল বাসার বাসীন্দারাও আতংকিত। যেহেতু এখন স্বাস্থ্যবিধী মেনে চলা চলের অনুমতি দিয়ে দিয়েছে তাই ধারনা করা হচ্ছে ফরিদপুর শহরে চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে যাবে । তাই ভবিষ্যতে ফরিদপুরে আক্রান্তের সংখ্যাটা নির্ভর করছে ফরিদপুরবাসীর উপরেই।
Recent Comments