ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি
17/07/2020
আহসান হাবীব বাপ্পি ফরিদপুর সদরঃ ফরিদপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।গত ২৪ঘণ্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে যা এখন বিপদ সীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফরিদপুর সদর উপজেলার চর মাধব দিয়া ইউনিয়ন,নর্থ চ্যানেল, আলিয়াবাদ ইউনিয়ন প্লাবিত হয়েছে এসব স্থানের বাসীন্দারা পানি বন্দী হয়ে পরেছে। পানি প্রবেশ করার কারনে ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ফরিদপুর ডিক্রিরচর ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মাসুম রেজার উপস্থিতিতে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও সদরপুরের চর নাসিরপুর ইউনিয়ন,নাড়িকেল বাড়িয়ার বাসীন্দারা পানি বন্দী হয়ে পরেছে বেরেছে সাপের উপদ্রব জানা গেছে চর শালেপুরে একজন সাপের কামরে মারা গিয়েছে।
ছবি Tanvir Hossain
Recent Comments