ফরিদপুরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় শিশু দিবস পালিত
দেশ ও জাতির পরম সৌভাগ্যের বছর, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শিশু কিশোর সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় ১০১ পাউন্ড কেক কাটা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। এছাড়া খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শন উদ্বোধন করা হয়। বাক ও শ্রবণ প্রতিবন্দ্বী, সরকারি শিশু পরিবার ও জেলখানায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা, পোশাক বিতরণ করা হয়। এছাড়া হাসপাতাল, জেলাখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। দিনটিতে ফরিদপুর সিটি কলেজের নবনির্মিত ক্যাম্পাস ও ভবন উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
Recent Comments