ফরিদপুরের আমাজন
28/11/2019
আমাজন শব্দটি শুনতেই কেমন যেন ভয়ানক এক জঙ্গলের কথা মনে হয় তাইনা? হ্যা ফরিদপুরের দুর্গম চরেই যে কৃত্রিম বনাঞ্চল গড়ে উঠেছে প্রাতিষ্ঠানিকভাবে দুর থেকে দেখলে যে কেউ মনে করবে এটা নিশ্চই কোনো বন। টিম ফরিদপুর সিটি যখন প্রথম এই স্থানটি আবিস্কার করে তখন খুবই সবাই দুর থেকে দেখে বেশ রোমাঞ্চিত ছিলো। ঘুরে ঘুরে বনটি দেখে অবাক হয়েছি আমরা যে, আমাদের ফরদপুরেও কত সুন্দর একটি বাগান রয়েছে যা দেখলে যে কেউ মনে করতে বাধ্য এটি একটি বন। তবে এটা কৃত্রিমভাবে গড়ে উঠলেও এখানে রয়েছে বিষোধর সাপের বসবাস, রয়েছে পাখিদের অভয়ারন্য, একদম ছিমছাম পরিবেশ কোনো যান্ত্রিক শব্দ নেই সেখানে শুধু পাখির কলতান। নর্থ চ্যানেলের দুর্গম চরে এই বনের দেখা মিলবে।ফরিদপুরের একটি এনজিও এই বাগানের মালিক বলে জানা গেছে এটি তাদের একটি প্রজেক্ট।আমরা সবসময়ই প্রকৃতির পুজারি প্রকৃতি রক্ষা করা সকলের দায়িত্ব কিন্তু অনেকেই ঘুরতে গিয়ে এসব প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলে যা দেখেলি সূর্য্যমুখির রাজ্যে,দীঘলিয়া পদ্মবিলে তাই এবার এমন প্রাকৃতিক স্থানের যোনো কোনও ক্ষতি না করে কেউ সেজন্য স্থানের নামটি উল্লেখ করছি না।
Recent Comments