পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে শেষ হলো CamCorner Faridpur Photo Contest 2025
পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে শেষ হলো Faridpur City Organization আয়োজিত CamCorner Faridpur Photo Contest 2025
” আমার চোখে ফরিদপুর”
আলোকচিত্র শিল্পী জনাব অভিষেক কর্মকার এর দক্ষ বিচার কার্যের মাধ্যমে ১৪৭টি ছবির মধ্য থেকে নির্বাচিত সেরা ৩জন বিজয়ীদের মাঝে ফরিদপুর সিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সেই সাথে পৃষ্ঠপোষক CamCorner Faridpur এর পক্ষ থেকে ৩জন বিজয়ীরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত ফটো কন্টেস্ট এ ১ম স্থান অর্জন করেছেন মো: অমিত হাসান

২য় স্থান অর্জন করেছেন অভিলাষ ঘোষ, এবং ৩য় স্থান অর্জন করেছেন সৌম্য সাহা।
এছাড়াও ছবিতে সর্বাধিক রিএক্ট পরা একজন অংশগ্রহণকারী হৃদয় মন্ডলকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সিটি অর্গানাইজেশনের উপদেষ্টা জনাব ডা: মোঃ রাশেদ খান,CamCorner Faridpur এর কর্ণধার জনাব শাকিল আহমেদ এবং অন্যান্য অতিথিবৃন্দ।





Recent Comments