পরিচ্ছন্ন ফরিদপুর শহরের দাবিতে জনসচেতনতামূলক বাইসাইকেল র‍্যালি

Page Visited: 1225
179 Views
ছবি মাহিন মিয়া

ফরিদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রাথতে ফরিদপুরের কিছু সচেতন তরুণরা “জনসচেতনামূলক সাইকেল র‍্যালি” করেছে শুক্রবার। জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই র‍্যালিটি শুরু হয় এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফরিদপুর শহর প্রদক্ষিন করে ফরিদপুর মেডিকেল কলেজ পর্যন্ত গিয়ে সাইকেল র‍্যালিটি শেষ হয়। র‍্যালিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই র‍্যালি থেকে সবাই নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয় ।ফরিদপুর শহর কে  পরিষ্কার – পরিচ্ছন্ন করার  জন্য দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন সংগঠন দাবি জানিয়ে আসছিলো পৌর কর্তৃপক্ষের নিকট পৌর কর্তৃপক্ষ বেকু এবং ট্রাক দিয়ে এর আগে ঈদুল আযহার পরে কয়েকটন ময়লা অপসারন করেছে কিন্তু সেখানে পরিপুর্ণভাবে ময়লা অপসারন হয়নি। ফলে আবারও সেখানে অসচেতন নাগরীকরা ময়লা ফেলেই যাচ্ছে। পৌর কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে শহরকে পরিচ্ছন রাখা যেখানে সেখানে ময়লা না ফেলা। সাইকেল র‌্যালির মাধ্যমে সে কথাই মনে করিয়ে দিলেন আবরাব নাদিম ইতু । ইতু বিভিন্ন সময় নাগরিক সমস্যা তুলে ধরছেন ফলও পাচ্ছেন সকলে এর আগে তিনি ফরিদপুরের সাথে রাজবাড়ীর সকাল এবং বিকাল এই দুইবেলা ট্রেন চালুর দাবি জানিয়ে অনশন শুরু করেছিলো পরবর্তীতে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় যদিও অন্যান্য সংগঠনও এই দাবি জানিয়ে এসেছিলো । এমন বেশ কিছু জনকল্যানকর দাবি নিয়ে অনশন করতে দেখা যায় তাকে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *