নরেন্দ্রনাথ মিত্র
13/03/2023
বিখ্যাত লেখক নরেন্দ্রনাথ মিত্রের জন্ম ১৯১৬ সালের ৩০ জানুয়ারী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সদরদি গ্রামে। পিতা মহেন্দ্রলাল মাতা বিরাজ বালা ভাঙ্গা হাইস্কুল থেকে এস.এস.সি, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আই.এস.সি এবং কোলকাতা বঙ্গবাসী কলেজ থেকে বি.এ পাশ করেন। বেশ কিছুদিন গৃহ শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেছেন। লেখালেখির সূচনা বাল্যকাল থেকেই। প্রথম প্রকাশিত কবিতা ‘মুক’ এবং প্রথম মুদ্রিত গল্প ‘মৃত্যু ও জীবন’। দু’টো লেখায় ই ১৯৩৬ সালের ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া প্রায় ৫০টি গল্পগ্রন্থও প্রকাশিত হয়েছে। উপন্যাস বিশেষতঃ ‘দীপপুঞ্জ’, ‘চেনামহল’, ‘তিনদিন তিনরাত্রি’, দেশপত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হলে তিনি দারণভাবে সমাদৃত হন। চলচ্চিত্রে রূপায়িত বহু রচনার কয়েকটি – সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘অগ্রগামী’, ‘হেডমাষ্টার’, রাজেন্দ্র তরফদারের ‘পালঙ্ক’। রসগল্পটির হিন্দী চলচ্চিত্রের নাম ‘সওদাগর’। টিভি সিরিয়ালের গল্পের চিত্রনাট্যরূপ দিয়েছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন প্রমুখ। ১৯৬১ সালে ‘আনন্দবাজার পুরস্কার’ পান, ১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ছোট গল্প রচনায় তাঁর সর্বাধিক কৃতিত্ব প্রদর্শন। বিষয়ে ও রচনারীতিতে ছোট গল্প সমুজ্জল।
Recent Comments