নগরকান্দার পৌর মেয়র গুরুতর আহত, নিহত ৪ জন

Page Visited: 666
128 Views

নগরকান্দা-ভাংগা সংলগ্ন ( কান্দী গ্রাম এর সামনে কাইলার মোড়) এ বাস এবং মাইক্রোবাস দূর্ঘটনা ঘটে ৯.৩০ মিনিট । জানা গেছে মাইক্রোবাসে ৮ জন যাএী ছিলো তাদের মধ্যে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন । এবং আজ সকালে ০৪.০৩.২১ তারিখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত পলাশ নামের আরও একজন মৃত্যু বরণ করেন। কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭) ।

ছবি শিশির বিশ্বাস ফরিদপুর লাইভ গ্রুপ

জানা গেছে মেয়র পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন।ভাঙ্গা থেকে মাইক্রোবাসে করে ফেরার পথে নগরকান্দা উপজেলার কাইলার মোড় এলাকায়  বিপরীত দিক থেকে আসা জি এস পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। নগরকান্দা উপজেলা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আপারেশন করা হয়েছে। এবং পরবতীর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হতে পারে বলে জানা গেছে ।সংঘষের্ বাসের কিছু সংখ্যক যাএীও আহত হয়েছে বলে জানা গেছে ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *