ধোপাডাঙ্গা বিল
ধোপাডাঙ্গা বিল
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নে অবস্থিত ধোপাডাঙ্গা লাল শাপলার বিল প্রকৃতির এক অপার সৌন্দর্যময় স্থান।
ভোরের আলো ফুটতেই এই বিলে ফোটে হাজারো লাল শাপলা।
সবুজ পাতার বুক জুড়ে লাল শাপলা ফুলের সমারোহ যেন এক নৈস্বর্গীক সৌন্দর্য তৈরি করেছে।
ধোপাডাঙ্গা শাপলা বিল সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের জীবন জীবিকারও উৎস।

ধোপাডাঙ্গা বিল শুধু একটি জলাশয় নয় এটি বাংলার প্রকৃতি, সংস্কৃতি আর জীবনের রঙে আঁকা এক জীবন্ত ক্যানভাস।
প্রকৃতির অবারিত সৌন্দর্যে ভরা এই বিল যেন এক জীবন্ত চিত্রপট। সকালে বিলে মাছ ধরার দৃশ্য দেখতে পাওয়া যায়,
গ্রামের কিশরী মেয়েটিও নৌকায় ছুটে চলে আপন ছন্দে,দুপারের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা।
দুরন্ত শৈশবের স্মৃতি মনে পরবে ছোট্ট শিশুদের এমন দুরন্তপনা দেখে।
বিলের পূর্ব দিকে মোল্লাডাঙ্গি,শ্রীরামপুর গ্রাম, দক্ষিণে কোড়কদি, বাবুপাড়া ও দক্ষিণ-পশ্চিমে কোড়কদি রাজবংশী পাড়া
আর উত্তরে গাবুরদিয়া গ্রামের অবস্থান।

এই বিল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি একটি প্রাকৃতিক সম্পদের উৎস। বিলের পানিতে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়,
পানি শুকিয়ে গেলে উৎপন্ন হয় নানা ধরনের ফসল। আর বর্ষার পানি আসার সাথে সাথে জলে দেখতে পাওয়া যায় ভাসমান নৌকা,
হাসিমাখা মানুষের মুখ আর অসীম প্রাকৃতিক ঐশ্বর্য যেন বাংলার গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে তখন।
এই বিলে লাল শাপলার পাশা পাশি সাদা শাপলা, নীল শাপলাও দেখতে পাওয়া যায়।
বর্ষার পানিতে কৃষকেরা পাটের আশ পরিস্কার করে ।
আর পাট কাঠি স্তুপ আকারে সাজিয়ে রাখার দৃশ্যটি দেখে মনে হয় এ যেনো পাট কাঠির পিরামীড।
দৃশ্যটি কি যে অপরুপ লাগে দেখতে তা বলে প্রকাশ করার মতো না।
নীল আকাশ আর শান্ত জলের প্রতিবিম্বে যেন সৃষ্টি হয় এক অনন্য অপূর্ব দৃশ্য।
নীল আকাশের প্রতিচ্ছবি ধরা দেয় বিলে জলে, পানির রংটাও তখন নিল বর্ন ধারন করে ।
অসাধারন এই সৌন্দর্য আমাদের ফরিদপুরকে করেছে বৈচিত্রময়।

ধোপাডাঙ্গা লাল শাপলার বিল আমাদের শেখায় প্রকৃতি আর মানুষ কতটা ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ।
যে বন্ধন থেকে জন্ম নেয় সৌন্দর্য, শান্তি আর জীবনের গল্প।
এভাবেই টিকে থাকুক প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ ধোপাডাঙ্গা বিল ও বিলের আশে পাশের সরল মানুষের সম্প্রীতির বন্ধন।




Recent Comments