দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তদারকি করছে সালথা উপজেলা প্রশাসন
20/04/2020
Page Visited: 1209
200 Views
সামাজিক দুরত্ব বজায় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করতে কাজ করছেন সালথা উপজেলা প্রশাসন। আজ সালথা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসিব সরকার সালথার যদুনন্দী বাজারে গিয়ে দ্রব্যমূল্য তদারকি করেছেন কোনও ব্যবসায়ী অতিরিক্ত দামে পন্য বিক্রয় করছে কি না সরেজমিনে খোজ নিয়েছেন এসময় তিনি ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্যের সঠিক দাম এবং মূল্য তালিকা সংরক্ষন করতে নির্দেশ প্রদান করেন সেই সাথে দ্রব্যের বাড়তি দাম রাখলে কঠোর ব্যবস্থা নেয়ার কাথাও জানান। সালথা উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে ।
সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সালথা কাঁচা বাজার ও মাছ বাজারকে নিকটবর্তী বাইপাসে স্থানান্তর করা হয়েছে। ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আগত সকলকে নিজ নিজ ঘরে ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে চলার কথা বলা হয়েছে অহেতুক বাইরে ঘোরা ফেরা করা যাবে না সন্ধ্যার পরে বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । সকলকে ঘরে রাখতে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
তথ্য সালথা উপজেলা মডারেটরঃ Md Jabbar Hosen
Recent Comments