দেশে করোনায় দু মাস পর সর্বাধিক মৃত্যু দেখলো বাংলাদেশ
Page Visited: 611
188 Views
দেশে করোনায় দিন দিন বেড়েই চলেছে মৃত্যু ও সংক্রমণ এর সংখ্যা। গত ৭ জানুয়ারির ২০২১ এর পর সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত২৪ ঘণ্টায়, মারা গেছেন ২৬ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন।
কোভিড ১৯ এ দেশে এপর্য্যন্ত মৃত্যু বরণ করেছেন ৮ হাজার ৫৭১ জন মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত ২৬ জনের মধ্যে ২১ জনই পুরুষ। নতুন করে আক্রান্তের কারনে দেশে হাসপাতালগুলোত নতুন করে চাপ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রী দেশের সকল হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নিদের্শ প্রদান করেছেন। আইসিইউতেও এখন সিট খালি থাকছে না চিকিৎসকরা জানিয়েছেন আগের তুলনায় ফুসফুসের প্রদাহ এবং রক্তে জমাট বাধার প্রবনতা বেশি দেখা যাচ্ছে এবার।
Recent Comments