দিঘলীয়া পদ্মবিল ভ্রমণ টিম ফরিদপুর সিটির

Page Visited: 1184
120 Views

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে অবস্থিত সৌন্দর্য্যের অন্যতম আকর্ষণীয় স্থান দিঘলীয়া পদ্মবিলে আজ টিম ফরিদপুর সিটি ভ্রমন করেছে আর এই ভ্রমনের উদ্দেশ্য হচ্ছে ফরিদপুরের সৌন্দর্য্যপুর্ণ স্থানকে তুলে ধরা।

গতবছর এই স্থানটি আমাদের গ্রুপ এবং পেইজের মাধ্যমে ব্যাপক সারা ফেলেছিলো প্রকৃতি প্রেমীদের মাঝে তবে এবছর পানি কম থাকায় সেই সাথে কচুরিপানার কারনে পদ্মবিলে পদ্ম ফুল কম ফুটেছে ।

সকাল ৭টায় আমাদের টিম দিঘলীয়া বিলে উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই ভ্রমণে অংশ নিয়েছিলো ফরিদপুর সদর উপজেলার মডারেটর আবির হাসান হৃদয় ,তানভীর আহামেদ,রোকন উদ্দীন,আপন হিরা,সদরপুর উপজেলার মডারেটর রাসেল মৃধা,বোয়ালমারী উপজেলার মডারেটর রাকিবুল ইসলাম,নগরকান্দা উপজেলার মডারেটর বিপ্লব মন্ডল। উক্ত ভ্রমনে সার্বিক সহযোগীতা করেছেন ফরিদপুর সদর উপজেলার মডারেটর রনি ঘোষ এবং তার গ্রামের সন্তান সুজন,উজ্জলসহ অন্যান্যরা।

রাজবাড়ী রাস্তার মোড় থেকে কানাইপুর হয়ে মল্লিকপুর বাজারের ভেতর দিয়ে সোজা চলে যাওয়া যায় দিঘলীয়া পদ্মবিলে। বিলে ঘুরার জন্য নৌকা পাওয়া দুস্কর তাই এবার ভ্রমণ পিপাসুদের জন্য খুশির খবর নেই বললেই চলে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *