তারাপদ স্যারের ১ম মৃত্যুবার্ষিকী

Page Visited: 227
170 Views

ফরিদপুরের বাতিঘর নামে পরিচিত, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ শ্রী জগদীশ চন্দ্র ঘোষ (তারাপদ স্যার) এর আজ ১ম মৃত্যুবার্ষিকী। শহীদ পরিবারের সন্তান জগদীশ চন্দ্র ঘোষ ১৯২৯ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। তার বাবা শহীদ যোগেশ চন্দ্র ঘোষ, মা প্রফুল্ল বালা ঘোষের জ্যেষ্ঠ সন্তান তিনি। ২০০৩ সালে তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি ফরিদপুর জেলা ইউনিটের শহীদ সাংবাদিক সামসুর রহমান স্বর্ণপদক লাভ করেন। ২০১৯ সালে তিনি আইপিডিসি-প্রথম আলো সেরা প্রিয় শিক্ষক সম্মাননা লাভ করেন।
২০২১ সালের ২রা এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরন করেন তার বয়স হয়েছিলো ৯২ বছর তারাপদ স্যার শৈশবে স্বদেশি আন্দোলনে যুক্ত হন। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে কারারুদ্ধ হয়েছিলেন। 

You may also like...

1 Response

  1. Rabibullah Rakib says:

    ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *