ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। শিক্ষা মন্ত্রনালয় অনার্স শেষ বর্ষ এবং তৃতীয় বর্ষের চলমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার নিউমার্কেট নীলক্ষেত মোড় থেকে অবরোধ কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
স্থগিত কর্মসূচি শেষে তারা আনন্দ মিছিল বের করে উল্লাস করে। সমস্যা সমাধানে আজ দুপুরে শিক্ষা মন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠক হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষদের সাথে। বৈঠক শেষে বিকালে সিদ্ধান্ত জানানো হয় পরীক্ষা নেয়ার ,স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে তবে পরীক্ষা চলাকালিন সময়ে খোলা হবে না ছাত্রাবাস।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল জানান আজ যে পরীক্ষাটি হওয়ার কথা ছিলো সেটি কবে হবে তা পরে জানিয়ে দেয়া হবে ।এ সভায় আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন প্রমুখ।শিক্ষার্থীদের অবরোধের কারনে তীব্র যানযটের কবলে পরেন রাজধানীবাসী ভোগান্তিতে পরতে হয় যাত্রীদের । পরে অবরোধ প্রত্যাহার করায় যানচলাচল স্বাভাবিক হয়।
Recent Comments