ডাঃ চারু চন্দ্র রায় চৌধুরী
14/03/2023
Page Visited: 545
681 Views
ডাঃ চারু চন্দ্র রায় চৌধুরী ফরিদপুর সদর থানার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ১৩১৮ বঙ্গাব্দের ২২ শ্রাবন জন্মগ্রহণ করেন। পিতার নাম কেদারনাথ রায় চৌধুরী। পেশায় গ্রাম্য ডাক্তার ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী ডাঃ চারু চন্দ্র রায় চৌধুরী অসংখ্য প্রবন্ধ, ছোট গল্প, নাটক ও উপন্যাস রচনা করেছিলেন। যেমন; নবাব মীর কাশিম, পলাশ ডাঙ্গার ঝড়, লাইলী মজনু, গুণাই বিবি, বিজয় সংগীত, রাজা সীতারাম রায়, নৌকাডুবি, কারবালা, সৎ মা, মধুমালা, বাংলার সোনালী ফসল, ঋণ শোধ, অমরেশের ভাগ্য পরিবর্তন, একাত্তরের একটি দিনে, ফরিদপুরের সেকালের কথা, কবি জসীমউদ্দীন ও তাম্বুলখানার কথা, জলের ক্ষুধা। তিনি একজন অভিনয় শিল্পীও ছিলেন। অমায়িক ব্যবহারের এই সাহিত্যিক ১৯৯২ সালের ৬ জানুয়ারী মৃত্যুবরণ করেন।
Recent Comments