জজ কোর্ট ফরিদপুর
09/03/2023
Page Visited: 146
156 Views
জজ কোর্ট ফরিদপুর ১৮৭৫ সালে স্থাপিত একটি ব্রিটিশ স্থাপত্য নিদর্শন যা আজও টিকে আছে । জজ কোর্টটি পাবনা জেলার, জেলা জজ কোর্ট এর মতই হুবহু দেখতে ।
ফরিদপুর জজ কোর্ট ফরিদপুর সদর উপজেলায় অবস্থিত, লাল সাদা রংয়ের দালানটি আজও অক্ষত অবস্থায় রয়েছে। দ্বিতল বিশিষ্ট ভবনটিতে রয়েছে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের বিশেষ ব্যবস্থা। জনশ্রুতিতে আছে একদা এক সময় ঠিক এখানেই ঢোলসমুদ্রের পাড় বা পাড়ি ছিলো। ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই জজ কোর্ট ভবন।
চুন শুরকি দিয়ে নির্মান করা এই দালানটিতে কলস প্রযুক্তির ব্যবহার হয়েছে বলে জানা যায়। জজ কোর্ট চত্বরেই রয়েছে আইনজীবি ভবন। ১৮৮৫ সালে জেলা আইন পরিষদ গঠিত হয়েছিলো । ফরিদপুর শহরের অন্যতম একটি ঐতিহাসিক নিদর্শন এই জজ কোর্ট ভবন।
Recent Comments