ছিনতাই হয়েছিলো ৬ হাজার টাকা ফিরে পেলো ৩৬ হাজার টাকা

Page Visited: 1147
84 Views

গত ১৬ই জুন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একজন বয়স্ক ব্যাক্তির তার বয়স্ক ভাতার টাকা তুলে বাড়ি ফিরছিলেন পথে ছিনতাইকারি তার কাছ থেকে সেই টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি র্সব প্রথম রাকিব আহমেদ রাজু নামের এক ব্যক্তির নজরে আসে পরবর্তীতে তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায় তার পোস্ট দেখে অনেকেই সাহায্য নিয়ে ছুটে  পারভেজ,লাবলু,সাহিদ,ফারুক,জাফর এবং পোস্টদাতাসহ অনেকেই  সোলাইমান শেখ এর কাছে নগদ ৬ হাজার টাকা  এবংং ৩ হাজার টাকার  বাজার নিয়ে যায়। পরবর্তীতে ১৭ ই জুন পোস্টটি    সদরপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘‘মানবিক’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব সরোয়ার হোসেন এর নজরেও আসে তিনিও তখন তার ঘটনাটি ১৭ই জুন সামাজিক যোগাযোগের মাধ্যম  পোস্ট করলে অনেকেই জনাব সোলাইমান শেখ এর পাশে এগিয়ে আসেন । অনেক প্রবাসীরা তাকে সাহায্য পাঠান যার পরিমান দাড়ায় ৩৬ হাজার টাকা।  এক প্রবাসীর পাঠানা টাকা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নিজে গিয়ে সোলাইমান শেখ এর কাছে পৌছে দিয়েছেন। এবং অন্যান্য ব্যাক্তিরা নিজে গিয়ে তাকে সাহায্য তুলে দিয়েছেন। যানা গেছে সোলাইমান শেখের কোনও ছেলে সন্তান না থাকায় তিনি তার মেয়ে বাড়িতেই থাকেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *