ছিনতাই হয়েছিলো ৬ হাজার টাকা ফিরে পেলো ৩৬ হাজার টাকা
18/06/2020
Page Visited: 1544
গত ১৬ই জুন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একজন বয়স্ক ব্যাক্তির তার বয়স্ক ভাতার টাকা তুলে বাড়ি ফিরছিলেন পথে ছিনতাইকারি তার কাছ থেকে সেই টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি র্সব প্রথম রাকিব আহমেদ রাজু নামের এক ব্যক্তির নজরে আসে পরবর্তীতে তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায় তার পোস্ট দেখে অনেকেই সাহায্য নিয়ে ছুটে পারভেজ,লাবলু,সাহিদ,ফারুক,জাফর এবং পোস্টদাতাসহ অনেকেই সোলাইমান শেখ এর কাছে নগদ ৬ হাজার টাকা এবংং ৩ হাজার টাকার বাজার নিয়ে যায়।
633 Views
Recent Comments