চুনাঘাট
16/03/2023
Page Visited: 587
730 Views

ফরিদপুর জজ কোর্ট ভবন নির্মান এর সময় জাহাজে করে চুনাপাথর আনা হতো সেই চুনাপাথর বর্তমান চুনাঘাট ব্রিজের এখানেই জাহাজ নোঙ্গর করতো । তখন কোনও সেতু ছিলো না শুধুমাত্র ঘাট ছিলো। চুনাপাথর রাখা হতো ঘাটের সন্নিকটে সেখান থেকে ছোট ছোট বাহনে করে পাথর নিয়ে আসা হতো জজ কোর্ট নির্মান কাজে। এভাবেই এই ঘাটে যাওয়া আসা করা বাসীন্দাদের মুখে প্রচলিত হয়ে যায় চুনাঘাট। পরবর্তীতে সেখানে সরু একটি সেতু নির্মান করা হয়েছিলো যেনো একটি গরুর গাড়ি চলাচল করতে পারে। কারন তখন গরুর গাড়ি ঘোরার গাড়িতে করে পণ্য আনা নেয়া করা হতো। সেই সেতু ভেঙ্গে বর্তমানে বড় একটি সেতু নির্মান করা হয়েছে। উন্নত হয়েছে যাতায়াত ব্যবস্থা




Recent Comments