চিত্রশিল্পী কালিদাস কর্মকার
কালিদাস কর্মকার। তিনি একজন প্রথিতযশা চিত্রশিল্পী যিনি নিরীক্ষাধর্মীতার জন্য বিখ্যাত। ১০ জানুয়ারি ১৯৪৬ খ্রিস্টাব্দে ফরিদপুরে তাঁর জন্ম হয়। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন।
পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়োরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী। দেশ ও দেশের বাইরে কালিদাস কর্মকারের একক চিত্র প্রদর্শনীর সংখ্যা ৭২টি। চারুকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, শিল্পকলা পদকসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
৭৩ বৎসর বয়সে ২০১৯’র ১৮ অক্টোবর ঢাকায় নিজ বাসগৃহে তাঁর মৃ*ত্যু হয়।




Recent Comments