কানাই লাল শীল

Page Visited: 153
108 Views

বিখ্যাত দোতারা বাদক, গীতিকার ও সুরকার কানাইলাল শীলের জন্ম ২০ সে জুলাই  ১৮৯৫ সালে ফরিদপুর জেলার নগরকান্দা থানার ডাংগী ইউনিয়নের কাজী করিয়াল গ্রামে । প্রখ্যাত বেহালাবাদক বসন্ত কুমার শীলের কাছে বেহালা বাজানোর হাতে ঘড়ি। বসন্ত শীলের গুরু মতিলালে কাছেও বেহালার বাদনের জন্য শিক্ষা নেন। গ্রাম বাংলার কবি গান, যাত্রাদলের গান, গাজীর গানে ও বিভিন্ন কীর্তনে যথেষ্ট সুনাম অর্জন করেন। দরবেশ দাণ্ড শাহের মাজারে এক দোতারা বাদন অনুষ্ঠানে দোতারার বাদন শুনে আকৃষ্ট হয়ে প্রখ্যাত দোতারা বাদক তরবন সরকারের শিষ্যত্ব গ্রহণ করেন। শিক্ষা শেষে কৃষ্ণলীলা দলে যোগ দেন। অম্বিকাপুরে পল্লীকবি জসীমউদ্দীনের সঙ্গে পরিচয় হয়। জসীমউদ্দীন তাকে কলকাতায় নিয়ে আব্বাস উদ্দিনের সংগে পরিচয় করিয়ে দেন। আব্বাস উদ্দিন কানাইলাল শীলকে গ্রামোফোন কোম্পানীতে চাকরীর দিয়ে দেন। এসময় কোলকাতায় কাজী নজরুল ইসলামের সংগে তার পরিচয় ঘটে। তিনি নজরুলের গানের আসরে দোতারা বাজাতেন। পরে অল ইন্ডিয়া রেডিওতে যোগদান করেন। ১৯৪৯ সালে রেডিও পাকিস্তানে ঢাকা কেন্দ্রে নিয়মিত শিল্পী হিসেবে যোগদান এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ঢাকা বেতারের সংগে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালের ০৫ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ  

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *