কাজীকে ৬মাস এবং বরকে ৩মাসের কারাদন্ড প্রদান ভ্রাম্যমাণ আদালতের
14/08/2020
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।
আজ ১৪ই আগস্ট ২০২০ তারিখ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ, মোঃ সজীব ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এ সময় বর সবুজ খান কে(২৩) ও কাজী আবদুস সালাম (৪৭) ও কনেকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত কাজী আবদুস সালামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং বর সবুজ খানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এছাড়া মেয়ের মা’কে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ সজীব বলেন, বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। যারাই এ অপরাধের সাথে যুক্ত থাকবেন তাদের আইনের মাধ্যমে বিচার করা হবে। তিনি বলেন, বাল্যবিয়ে রোধে সকলকে সচেতন হতে হবে এবং বাল্য বিবাহ রোধে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে ।
Recent Comments