এম এ ওয়াহেদ টেপু মিয়া
24/04/2022
এম,এ, ওয়াহেদ টেপু মিয়ার জন্ম ১৯০০ সালে। পিতা এম, এ, বারী মিয়া ছিলেন রেঙ্গুনে পোষ্টাল সুপারেনটেন্ড । কোলকাতায় জুতার কারখানা ও স্বর্ণের ব্যবসা করতেন। ব্যবসার পাশাপাশি যুক্তফ্রন্টের রাজনীতির সংগে জড়িত ছিলেন। ফরিদপুর টাউন থিয়েটারের সক্রিয় সদস্য ছিলেন। কয়েকটি নাট্যগ্রন্থ রচনা করেন তন্মধ্যে তিতুমীর, মহি সিংহাসন, অস্থির আত্মা, একাধিকবার রেডিও ও মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য মহি সিংহাসন নাটকটি দু’শতাধিকবার বিভিন্ন জায়গায় মঞ্চায়িত হয়েছে। এছাড়া ফরিদপুর টাউন থিয়েটার ও ঢাকা টিচার্স ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। তিনি পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করতেন। ১৯৯০ সালে র ১ জুলাই মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ
Recent Comments