104 Views
বারাশিয়া-মধুমতি নদী দ্বারা বিধৌত আলফাডাঙ্গা উপজেলা। এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে আলফাডাঙ্গার সভ্যতা বহুপ্রাচীন। অষ্টাদশ শতকে মধূমতি, বারাশিয়া, চন্দনা প্রভৃতি নদীর তীরবর্তী উর্বর জমিতে নীল চাষ করা হত। আলফাডাঙ্গার মীরগঞ্জে তখন প্রধান কুঠি স্থাপন করা হয়েছিল। এই কুঠির অধীনে ৫২টি কুঠি ছিল।
দর্শনীয় স্থানসমূহ:
- চাঁদরা জমিদার বাড়ি
- খোদাভরসা বাড়ি কাঞ্চন মুন্সীর বাড়ি
- ফলিয়া মুন্সিবাড়ি
- মীরগঞ্জ নীল কুঠি
- টিটা ভাসমান সেতু
- বুড়াইচ খান বাহাদুর বাড়ি
- উলফাত মিয়ার প্রাচীন বাড়ি
- বানা বাজার মসজিদ
- শিরগ্রামের রাধা-গোবিন্দ মন্দির
- বাজড়া নীল কুঠি
- কুচিয়াগ্রাম গোল বাওড়
- নওয়াপাড়া দারোগাবাড়ি
- তিতুরকান্দি জমিদার বাড়ি
- মহিষারঘোপ সাহা বাড়ি
ব্যাক্তিত্ব:
- নাট্যগুরু নুরুল মোমেন
- খান বাহাদূর আসাদুজ্জামান
- কবি নাজমুল হক নজীর
- বীর বিক্রম মোহাম্মদ আবদুল মান্নান
তরুণ ব্যাক্তিত্ব:
শুভংকর পাল (ঘুরিফিরি-ফরিদপুর সংগঠনের প্রতিষ্ঠাতা)
নদ/নদী:
মধুমতী, চন্দনা,বারাশিয়া
ইউনিয়নসমূহ:
- আলফাডাঙা
- গোপালপুর
- টগরবন্দ
- পাঁচুরিয়া
- বানা
- বুড়াইচ
Recent Comments