আমাদের Faridpur Live গ্রুপের বন্ধুদের সাথে কিছু সময়

Page Visited: 1225
165 Views

ফরিদপুর লাইভ গ্রুপের বন্ধুদের সাথে হয়ে গেলো একটা চমৎকার আড্ডা । 13ই মার্চ শুক্রবার অম্বিকাপুর ইউনিয়নে পল্লী কবির নকঁশীথার মাঠে সুন্দর প্রাকৃতিক পরিবেশে জমেছিলো এই আড্ডা।এই সুন্দর বিকালে যেসকল বন্ধুরা এসেছিলো তারা হচ্ছে তাম্বুলখানা থেকে তানভীর,চুনাঘাটা বেড়িবাধ থেকে ফারদিন ফয়সাল,কৃষ্ণনগর ইউনিয়ন থেকে সজীব মোল্লা,গোয়ালচামট থেকে মোঃ তুহিন বিন আলম,কৈজুরী ইউনিয়ন থেকে মোঃ জিলানী,আলিপুর থেকে সহিদুল এছাড়াও আমাদের টিমের মডারেটর ফরিদপুর সদর উপজেলা মোঃ সৈকত হাসান,মোঃ রোকন উদ্দিন,সালমান রহমান পিয়াল,আহসান হাবীব বাপ্পি, সালথা উপজেলা থেকে মোঃ জব্বার হোসেন, উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন। এসময় আমাদের গ্রুপের বন্ধু সহিদুল পল্লী কবি জসীম উদ্‌দীনের লেখা একটি সুন্দর কবিতা আবৃত্তি করে শোনায় সকলকে এতো সুন্দর একটি পরিবেশে প্রিয় কবি জসীম উদ্‌দীনের একটা কবিতা সকলকে রুপকথার রাজ্যে নিয়ে গিয়েছিলো সত্যি অসাধারন ছিলো সহিদুলের আবৃত্তি । আশাকরি সহিদুল ভবিষ্যতে তার এই প্রতিভার মাধ্যমে ফরিদপুরকে অনেক সম্মাননা এনে দিবে। গ্রুপের সকল বন্ধুরা এতো সুন্দর পরিবেশে আসতে পেরে তারাও খুব আনন্দিত হয়েছিল তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম ফরিদপুরের অন্যতম দামি ফসল ‘‘কালো সোনার” সাথে । এখানকার চাষী ভাইয়েরা পিযাজের এই ফুলকে কালো সোনা বলে ডাকে কারন এই ফুল থেকেই উৎপন্ন হয় পেয়াজের দানা। যা রোপন করলেই পেয়াজ উৎপন্ন হয়। আর এই পেয়াজের দানার চাহিদা প্রচুর তারা  যেনে অবাক হয়েছে শুনে যে সারা বাংলাদেশে আমাদের  এই ফরিদপুর থেকেই প্রায় 70 শতাংশ পেয়াজের দানা সরবরাহ করা হয়। সকলে ভীষন আন্তরিক ছিলো তাই বিকেলটা হয়তো এতো সুন্দর কাটিয়েছি সবাই সন্ধার পরে সকলে চা চক্রে মিলিত হই সব শেষে সবার সাথে বিদায় নিয়ে দিনটি অতিবাহিত করা হয়। ভবিষ্যতে এমন আড্ডা আবারও আয়োজন করার ইচ্ছা পোষন করে সবাই ।

You may also like...

1 Response

  1. Prosanto Roy says:

    I need just joine us that’s saith..and faridpur city now is a very pretty beacuse now faridpur that a city corporation with all of you has a good skill

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *