আবদুল ওয়াহেদ সরদার
আবদুল ওয়াহেদ সরদারের জন্ম নগরকান্দা থানার ডাংগী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামে ১৯২০ সালে। পিতার নাম আহসান উল্লাহ সরদার। দীর্ঘ ৩০ বছর ডাংগী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ওয়াহেদ সরদার ফরিদপুর জেলা পরিষদের সদস্য এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ফরিদপুর কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিলগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের জন্য জমি দান করেন। তালমা কৃষ্ণপুর সড়ক নির্মাণের জন্য ৭০ ভাগ জমি দান করেন। এই সড়কের উপর নির্মিত একটি সুবিশাল ব্রীজ তৎকালীন ইউনিয়ন পরিষদের অর্থে তাঁর সময়ে নির্মিত হয়। বিষয়টি তৎকালীন রেডিও পাকিস্তান ফলাও করে প্রচার করে। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য জেলা প্রশাসক কর্তৃক স্বর্ণপদক এবং সরকারী রাজেন্দ্র কলেজ থেকে রৌপ্য পদক পেয়েছেন। খেলাধুলার ব্যাপারে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ফরিদপুরে একজন জনপ্রিয় সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন।
Recent Comments