আজ ফরিদপুর সিটি টিমের মডারেটর জাকারিয়া হিরা রক্ত প্রদান করলেন অসহায় বৃদ্ধকে
14/10/2020
ফরিদপুর সিটি পেইজ এবং ফরিদপুর লাইভ গ্রুপের মডারেটর জাকারিয়া হিরা আজ ৮ম বার রক্ত প্রদান করেছেন তার জন্য দোয়া এবং ভালোবাসা সেই সাথে দীর্ঘায়ু কামনা করছি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক বয়স্ক বৃদ্ধলোক আজ প্রায় এক সপ্তাহ যাবৎ হাসপাতালে ভর্তী ছিলেন তার পরিবারের কেউ নেই বৃদ্ধ বয়সে তিনি একা। আজ আমাদের গ্রুপ Faridpur Live এ গ্রুপের বন্ধু S K RIAD একজন অসুস্থ ব্যক্তির জন্য রক্তের প্রয়োজনে একটি পোস্ট দেন আমাদের মডারেটর পোস্ট দেখেই রক্ত দিতে আগ্রহী হন এবং নিজে গিয়ে রক্ত প্রদান করেন সেই সাথে তার জন্য ফরিদপুর সিটি পেইজের পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু ঔষধ কিনে দেয়া হয়।
তার সাথে কথা বলে জানা যায় তার বাড়ি মাদারিপুর জেলার শিবচরে তিনি ঢাকায় ছোট একটা ব্যবসা করতেন,করোনার কারণে তিনি মাদারিপুর চলে আসেন। তিনি অসুস্থ হবার পরে এতোদিন তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৫ তলা থেকে একাই নিচে নেমেছেন এবং নিজের জন্য ঔষধ ক্রয় করেছেন তিনি খুবই অসুস্থ ছিলেন আজ রক্ত দিলে আল্লাহর রহমতে দ্রুত আরোগ্যলাভ করবেন বলে আশাকরি।
Recent Comments