অবশেষে ভাঙ্গা উপজেলা ফরিদপুর জেলার নতুন হট স্পটে আত্মপ্রকাশ করলো
06/06/2020
Page Visited: 1256
131 Views
অবশেষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ফরিদপুরের নতুন হট স্পটে পরিনত হলো জেলা প্রশাসন সুত্রে জানা যায় আজ পর্য্যন্ত ভাঙ্গা উপজেলায় মোট শনাক্তের সংখ্যা ১১৪জন। যেখানে তিনদিন আগে ছিলো ৭৩ জন এই তিনদিনের ব্যবধানে নতুন শনাক্ত হয়েছে ৪১জন। যেখানে ফরিদপুর সদর উপজেলায় তিনদিনে নতুন শনাক্ত মাত্র ৭ জন, তিন দিন আগে ছিলো ৮৮ জন।
শুরু থেকেই এই উপজেলার বাসীন্দারা অসচেতনভাবে চলাচল করে আসছে এমন চিত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে তারই ফলশ্রুতিতে আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করেন। স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যাবহার না করা, সামাজিক বা শারিরিক দুরুত্ব বজায় না রেখে বাজারে আসছেন যার কারনেই দ্রুত বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন সবাই।
যেহেতু সরকার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলেছে সেহেতু সকলের উচিৎ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা কিন্তু ভাঙ্গা উপজেলার অধিকাংশ ক্রেতা,বিক্রেতারা কেউ এই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। যার কারনেই শুধু ফরিদপুর বা ভাঙ্গা উপজেলা নয় সমগ্র দেশেই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সকলকে মাস্ক ব্যাবহার বাধ্যতামুলক করা হয়েছে ।
ভাঙ্গা থেকে: অভিষেক চৌধুরী
Recent Comments