৯ম বারের মতো ঘুড়ির রঙিন আয়োজন
ফরিদপুর, ২২ ডিসেম্বর ২০২৫:
প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে ফরিদপুরের জনপ্রিয় ঘুড়ি উৎসব। আগামি ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়, পদ্মার পাড়ে অনুষ্ঠিত হবে পেপারটেক ৯ম ঘুড়ি উৎসব।
উৎসবটির আয়োজন করছে ” ফরিদপুর সিটি অর্গানাইজেশন”, যেখানে অংশগ্রহণ করবেন জেলার বিভিন্ন ঘুড়ি প্রেমী, কিশোর-তরুণসহ সকল শ্রেণির মানুষ।
উৎসবে অংশগ্রহনকারী ঘুড়ি নির্মাতাদের জন্য থাকছে আর্কষনীয় পুরস্কার। সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত। উৎসবে অংশগ্রহনকারী ঘুড়ি নির্মাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও সনদপত্র। এই উৎসব শুধু বিনোদন নয়, বরং এলাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার এক প্রাণবন্ত প্রচেষ্টা।
উক্ত উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আছে পেপারটেক ইন্ড্রাসট্রিজ লিঃ।
বিশেষ সহযোগী পৃষ্ঠপোষক হিসাবে আছে ফুসতান এ্যামপোরিয়াম।
সহযোগী পৃষ্ঠপোষক হিসাবে আছে এ্যাবলুম ক্যাফেটেরিয়া, ইপিডি আইটি সলিউশন, টাইমস ইউনির্ভাসিটি ফরিদপুর।


Recent Comments