সুশীলা বালা সাহা

Page Visited: 665
792 Views

সুশীলা বালা সাহা

সুশীলা বালা সাহার জন্ম ১৯১৮ সালে ফরিদপুর মিশন হাউসে। পিতা রামচন্দ্র দাস। স্বামী নরেন্দ্র নাথ সাহা। শিক্ষা নবম শ্রেণী পাশ। ১৯৩৩ সালে ধাত্রী বিদ্যা প্রসুতি পরিচর্যা প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর কিছুদিন জীয়াগঞ্জ মিশন হাসপাতাল পশ্চিমবঙ্গ ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। কিছুদিন ফরিদপুর সদর হাসপাতালে ও ফরিদপুর জেলা বোর্ডে কর্মরত ছিলেন। মানুষকে উপকার করার ইচ্ছা সর্বদা পোষণ করেন। বৃদ্ধ বয়সে ডাকলেই তিনি সারা দেন। কৃতি সেবিকা হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সুশীলা নার্স ফরিদপুরে একটি পরিচিত নাম।  বিপদে কারো ডাক পড়লে, সে ডাকে সারা দেন। সেবামূলক কর্মের জন্য কয়েকটি প্রতিষ্ঠান তাকে বিভিন্ন সময়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। ।

তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *