সি এন্ড বি ঘাটে ট্রলার ডুবি নিখোজ ২
25/08/2021
Page Visited: 610
437 Views
ফরিদপুর সি এন্ড বি ঘাটে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে আজ বিকালে।
ট্রলারে মোট ছিল ১৬ জন, ডুবে যাওয়ার পরে সাতরে পার হয় ১২ জন তারা পরবর্তীতে অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,২ জন সুস্থ আছেন এবং ২ জন এখনও নিখোঁজ আছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো দুই জন শিক্ষক নিখোজ তারা হলেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন।
জানা গেছে বিকাল আনুমানিক ৫.৪৫ টায় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর উচ্চ বিদ্যালয়সহ অন্য কয়েকটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক সি এন্ড বি ঘাট, মদন খালি নাজির বিশ্বাসের ডাঙ্গিতে এ মর্মান্তিক নৌদূর্ঘটনার শিকার হন।
আহত কয়েকজন শিক্ষক ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি আছেন, ফায়ার সার্ভিস এর উদ্ধারকারি ডুবুরি দল না আসা পর্যন্ত উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। জেলা প্রশাসক জনাব অতুল সরকার ইতমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছেন ।
Recent Comments