ব্রিটিশ আমলের বিলমামুদপুর স্লুইসগেট
09/03/2023
Page Visited: 333
422 Views
অনেক পুরনো স্লুইসগেট।
স্থান বিলমামুদপুর। কত সালে এই স্লুইসগেটটি নির্মান করা হয়েছে তার সঠিক ইতিহাস জানার সুযোগ হয়নি তবে জানতে আগ্রহী। স্লুইসগেট এর নির্মাণ শৈলী বেশ চমৎকার, ইটের গাথুনির এমন স্লুইসগেট ফরিদপুর শহরে দেখা যায়না। উক্ত এলাকায় কুমার নদ হতে একটি শাখা বিলমামুদপুর গ্রামে প্রবেশ করেছে, বিলমামুদপুর এলাকাতে ১৯টি ডাঙ্গি নামক স্থান রয়েছে।
বিল শব্দটির কথা শুনলেই চোখের সামনে পানিতে পুর্ন বিল এর ছবি ভেসে আসে এখানেও শতবছর আগে ঢোলসমুদ্রের পানিতে পূর্ণ ছিলো কালক্রমে অনেক বড় ছিলো সেইবিল মামুদপুর এলাকায় অবস্থিত বিলের পানি কমতে শুরু করলে উচু ডাঙ্গাতে যাদের বসবাস শুরু হলো বা যারা এক একটি উচু ডাঙা বা ডাঙ্গিতে বসবাস শুরু করলো তাদের নামানুসারে সেসব স্থানের নামকরণ হয়ে যায়, এভাবে ১৯টি ডাঙ্গি রয়েছে বিলমামুদপুরে।
Recent Comments