ফেসবুকে মেসেজ পেয়ে খাদ্য সামগ্রী পাঠালেন জেলা প্রশাসক অতুল সরকার

Page Visited: 1316
290 Views

জেলা প্রশাসক জনাব অতুল সরকার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পেয়ে তার প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে। আজ শনিবার  তার পক্ষে প্রতিনিধি হিসেবে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুম রেজা তিনটি মধ্যবিত্ত পরিবারের কাছে খাদ্রসামগ্রী পৌছে দিয়ে আসেন। জানা যায় রুবেল আহমেদ নামের স্থানীয় যুবক জেলা প্রশাসককে মেসেজ দিলে জেলা প্রশাসক দ্রুত তার টিম পাঠিয়ে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্রসামগ্রী পাঠান । জেলা প্রশাসনের পক্ষ থেকে হটলাইন নাম্বার চালু করেছেন ফরিদপুরে সেখানে অভাবগ্রস্থ কোনও পরিবার সাহায্য চাইলে দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয় এছাড়াও জেলা প্রশাসক  তার ব্যাক্তিগত ফেসবুকেও অনেক মেসেজ পেয়ে থাকেন, তিনি সেসব  মেসেজ  গুরুত্বের সাথে দেখেন।

You may also like...

2 Responses

  1. Thank you sir for your mankin.

  2. sajol saha says:

    স্যার আমি একজন মধ্যবিত্য পরিবারের ছেলে। ফরিদপুর গোয়ালচামট ভাংঙ্গা রাস্তার মোরে আমার একটা দোকান আছে।এই মহামারী ভাইরাস এর কারনে বেশ কিছু দোকান বন্ধ স্যার এর জন্য ওনেক সমস্যায় আছি।যদি কোনো সাহাজ্য পেতাম ওনেক উপকার হয়ত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *