ফরিদপুর লাইভ গ্রুপের বন্ধুদের সম্মাননা প্রদান।

Page Visited: 801
105 Views

ফরিদপুর সিটি পেজের অন্যতম গ্রুপ ফরিদপুর লাইভ যেখানে সদস্য সংখ্যা ৫৬ হাজেররও বেশি। নিয়মিত গ্রুপের সদস্যগন ফরিদপুরকে তুলে ধরেন এই গ্রুপের মাধ্যমে। তেমনি নানাবিধ সামাজিক কর্মকান্ডেও নিজেদের নিয়োজিত রাখেন গ্রুপের সদস্যবন্ধুগন। তারা যেনো এই সামাজিক কাজগুলো অব্যাহত রাখেন এবং তাদের দেখে যেনো অন্যান্যরাও উৎসাহিত হয় সেজন্য প্রতিবছর ফরিদপুর সিটি পেইজের পক্ষ থেকে কন্ট্রিবিউটার সম্মাননা প্রদান করা হয়।

এবছর গ্রুপের ৫জন বন্ধুকে সম্মানিত করার জন্য মনোনিত করা হয়ছিলো তাদের মধ্যে ২জন বন্ধু তাদের সম্মাননা গ্রহন করেছেন তারা হলেন জোবায়েদ হোসেন জনি এবং এসকে ইমতিয়াজ মোস্তফা কামাল।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *