আজ ফরিদপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে সেই সাথে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে সরকারি নির্দেশ অমান্যকারীকে জরিমানাও করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সৈয়দ জাকির হাসান। অভিযান চলাকালে বাইতুল আমানে অবস্থিত ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সামনে কয়েকটি কম্পিউটার এর দোকানকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় আইন অনুযায়ী প্রত্যেক দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয় সেই সাথে দোকান বন্ধ করে দেয়া হয়। এরপর সেখান থেকে বাইতুল আমানে অবস্থিত একটি কাঠের স’মিল বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানটি মুন্সিবাজার পৌছালে সেখানে অবস্থিত প্রভিটা ফিড নামের মুরগির খাবারের একটি প্রতিষ্ঠানে কর্মরত ১২ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রতিষ্ঠানের মালিককে শেষবারের মতো সর্তক করে দেয়া হয়। এবং মালিককে তার প্রতিষ্ঠানে তিন জনের বেশি শ্রমিক দিয়ে কাজ না করতে বলা হয়। সারাদেশে করোনা ভাইরাস বিস্তার রোধে ফরিদপুর প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ ছিলো আজকের এই অভিযান।
Recent Comments