ফরিদপুরের নুর সাইকেল চালিয়ে তেতুলিয়া থেকে টেকনাফ

Page Visited: 1271
160 Views

তার নাম ফরিদপুরের নুর মোহাম্মদ ভালোবাসে সাইকেল চালাতে সাইকেল চালিয়ে ভ্রমন করতে । সাইকেল চালিয়ে তিনি ঘুরে বেড়ান ফরিদপুরের বিভিন্ন উপজেলা ছড়িয়ে দিতে থাকেন সাইকের চালোনোর উপকারিতা এবং সুবিধা সম্পর্কে । ফরিদপুর এর গন্ডি পেরিয়ে তিনি ঢাকা,মাগুরা ভ্রমন করেন এর পর থেকে তার ইচ্ছা জাগে বাংলাদেশ ভ্রমনের যেমন ইচ্ছা তেমন কাজ ফরিদপুরের সেচ্ছাসেবী সংগছন অনুপ্রয়াসের সহযোগীতায় তিনি 8/12/19 তারিখ রাতে ফরিদপুর ত্যাগ করেন ।এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসক এর কাছ থেকে অনুমতি গ্রহন করেন এবং ফরিদপুর পুলিশ সুপারের অনুমতি গ্রহন করেন।12 ঘন্টা জার্নি  করে 9/12/19 তারিখ সকালে  বাংলা বান্ধা ভ্রমন করেন এর পরের দিন তেতুলিয়া জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তার সাথে তখন তার সঙ্গি ছিলো পিরোজপুরের সাইক্লিস্ট ।ফরিদপুরের সেচ্ছাসেবী সংগঠন অনুপ্রয়াসের সহযোগীতায় CYCLING FOR CLIMATE JUSTICE এই শ্লোগানকে সঙ্গে নিয়ে নুর মোহাম্মদ তার এই সাইকেল যাত্রা শুরু করেন।  প্রতিদিন তিনি দিনের বেলায় সাইকেল চালাতো এবং রাতে বিশ্রাম নিতো। প্রথম দিন তিনি 90 কিলোমিটার সাইক্লিং করেন দিত্বীয় দিন 130 কিঃমিঃ সাইক্লিং করেন দিনাজপুর ঠাকুরগাহ ভ্রমন করেন   11 তারিখ তিনি 140 কিঃমিঃ সাইক্লিং করেন পৌছান বগুড়া  সকালে বগুড়া থেকে যাত্রা শুরু করেন বগুড়ার দর্শণীয় স্থান পরিদর্শন করেন এরপর টাঙ্গাইলপৌছান সেখানে রাত্রীযাপন করে সকালে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হোউন তিনি, তারপর তিনি কুমিল্লা থেকে চট্টগ্রাম পৌছান 145 কিঃমিঃ সাইক্লিং করেন ঐদিন।রাতে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে চট্টগ্রাম থেকে তিনি 160 কিঃমিঃ সাইক্লিং করে পৌছান কক্সবাজার পরের দিন 18/12/19 তারিখ সকালে টেকনাফের উদ্দেশ্যে রওনা হোউন তিনি মোট 84 কিঃমিঃ সাইক্লিং করে পৌছান টেকনাফ জিরো পয়েন্টে টেকনাফে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাত করে  তার সাইক্লিং শেষ করেন।আজ 18/12/19 তারিখে তিনি টেকনাফে বিশ্রাম শেষে বাসযোগে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন নুর মোহাম্মদ ।তিনি ফরিদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন যেনো সুস্থভাবে তিনি ফরিদপুরে পৌছাতে পারেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *