110 Views
দর্শনীয় স্থান:
- গন কবর ও স্মৃতিস্তম্ভ (কোদালিয়া)
- পিপরুল জামে মসজিদ, তালমা
- কাপুরিয়া জমিদার বাড়ি (তালমা ইউনিয়ন)
- কাইচাইল বিল
কুমার নদী এছাড়া ঘোড়ামারা বিল ও ফুলসুতির বিল এ উপজেলার শোভা বাড়িয়েছে।
প্রখ্যাত ব্যাক্তিত্ব:
- কানাইলাল শীল (দোতারাবাদক)
- সৈয়দা সাজেদা চৌধুরী,এম.পি. মাননীয় সংসদ উপনেতা, বাংলাদেশ জাতীয় সংসদ
- বিখ্যাত ফুটবলার আব্দুল মান্নান মিয়া
- বিখ্যাত ফুটবলার খন্দকার হাবিবুর
- সাহিতিক ডা: আ: ছালাম চৌধুরী, সাবেক সিভিল সার্জন ও প্রতিষ্ঠাতা সভাপতি, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল,ফরিদপুর।
- মরহুম কে,এম ওবায়দুর রহমান
তরুণ ব্যাক্তিত্ব:
গীরীধর দে ( প্রতিষ্ঠাতা বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র)
নদ/নদী/
বিল/হাওর/বাওর/দিঘী:
- আইর মারা বিল, নগরকান্দা।
- কাইচাইল বিল নগরকান্দা।
- ঘোড়ামারা বিল,বাগাট, পুরাপাড়া,নগরকান্দা।
- কাজলডাঙ্গা বিল,পুরাপাড়া, নগরকান্দা
- বিল গজারিয়া.কৃষ্ণারডাঙ্গী নগরকান্দা।
- নাবরার বিল,নগরকান্দা,ফরিদপুর।
- দীঘির বিল গ্রাম-দেবিনগর ইউনিয়ন -রামনগর
#পিপরুল #জামে #মসজিদক #তালমা
Recent Comments