দেশে এক দিনে করোনায় ৮৫ জনের মৃত্যু
Page Visited: 245
175 Views
গত ৭১ দিনের মধ্যে আজকের শনাক্তের হার সবচেয়ে বেশি, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত বেড়েছে, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন ।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার আশপাশের জেলাসহ মোট ৭টি জেলায় জরুরি সেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল ও কার্যক্রম বন্ধ থাকবে। যে সাত জেলায় এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো হলো গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ও গোপালগঞ্জ।
Recent Comments