ডাঃ কেশব লাল সাহা
14/03/2023
          Page Visited: 609
						
						
					
			
						
				
									
				
					
		
					
		 
				
		
		
	          
        
        
        
         764 Views
		ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বানা ইউনিয়নের অন্তগর্ত শিরগ্রামে ১৯১৭ সালে ডাঃ কেশব লাল সাহা জন্মগ্রহণ করেন। চিকিৎসা পেশায় ফরিদপুর জেলায় তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। ভারতের কোলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সংগে এম.বি, বি,এস পাশ করেন। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১১টি স্বর্ণপদক পেয়েছেন। বহু জটিল রোগীকে চিকিৎসা করে বিশেষ পরিচিতি লাভ করেন এবং অত্র অঞ্চলে একজন প্রথিতযশা চিকিৎসক হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে। তিনি ১৯৯৯ সালের ২১ জুন মৃত্যুবরণ করেন।




Recent Comments