জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
Page Visited: 292
144 Views
দেশ সেরা ১৫টি সংগঠন পেলো জয় বাংলা ইযুথ অ্যাওয়ার্ড দেশের ৭৫০টি সংগঠন থেকে বাছাই করে আজ সোমবার এই অ্যাওয়াড তুলে দেয়া হলো।
অনুষ্ঠানটি সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে, এসময় পুরস্কার তুলেদেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। এবারের আয়োজনটি কঠোর স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে প্রত্যেককে র্যপিড পিসিআর টেস্ট এর মাধ্যমে পরীক্ষা করে প্রবেশ করতে দেয়া হয়েছে সেই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
সেরা ১৫ জন পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফরিদপুরের সন্তান যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম সংগঠন বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র এর প্রতিষ্ঠাতা ও পরিচালক,Giridhar Dey এই পুরস্কার লাভ করেছেন।
Recent Comments