জমকালো আয়োজনে ভেলাবাইচ অনুষ্ঠিত হলো

Page Visited: 283
169 Views

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কোমরপুরের ঐতিহ্যবাহী ভেলা বাইচ।

 
১লা আক্টোবর ২০২১ রোজ শুক্রবার ফরিদপুর সদর উপজেলার কোমরপুর দঃপাড়া যুব সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী কুমার নদে ৩য় বারের মত, বিশাল ভেলা বাইচ  প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। ভেলাবাইচটি দেখতে দুর দুরান্ত থেকে দর্শনার্থীর সমাগম ঘটে। নারী পুরুষ শিশু কিশোর সকলে মিলে ভেলাবাইচ উপভোগ করে। এবারের ভেলাবাইচ উপলক্ষে মেলাও বসেছিলো। সবমিলিয়ে এলাকাবাসিও দারুন খুশি সকলে এমন নির্মল আনন্দ প্রতিবছর চায়।
ভেলা বাইচটি পারচর দায়বাড়ি ঘাট হতে দক্ষিণ পাড়া কুমার নদী ব্রিজ এর কাছে গিয়ে শেষ হয়। এসময় উৎসুক দর্শনার্থীদের ভির দেখা যায় কুমার নদের দুপারে। বিজ্রেও শত শত মানুষ এই বাইচটি  উপভোগ করে। ফরিদপুরের বাইরের দর্শকদের জন্য ফরিদপুর সিটি পেজ লাইভের মাধ্যমে ভেলা বাইচটি দেখার সুযোগ করে দেয়। উক্ত ভেলাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
আয়োজকরা জানান সকলের সহযোগীতায় ভেলাবাইচটি সফল হয়েছে আশাকরছি প্রতিবছর এই ধারাবাহিতা অব্যাহত থাকবে।
উক্ত ভেলাবাইচটি যারা আয়োজন করেছিলেন তারা হলেন শেখ ওবায়দুর রহমান, মানজারুল ইসলাম রানা, ইমতাজুর রহমান, সাইফুল, রফিকুল ইসলাম রুমি, সাখাওয়াত সাকো, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ লিমন শেখ ,রুদ্র ফাহিম হাসান। ভেলা বাইচটির সোস্যাল মিডিয়া পার্টনার ছিলো ফরিদপুর সিটি পেজ এবং ফরিদপুর লাইভ গ্রুপ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *