চৌধুরী বাড়ি রথখোলা
09/03/2023
Page Visited: 157
172 Views
ফরিদপুর শহরের রথখোলা নামক স্থানের অবস্থিত এই বাড়িটি এক রহস্যময় বাড়ি, ফরিদপুরের অন্যান্য জমিদার এর তথ্য জানা গেলেও এই বাড়িটি সম্পর্কে খুব বেশি কিছু জানা সম্ভব হয়নি। জানা যায় উপেন্দ্র নারায়ন চৌধুরী এই বাড়ির জমিদার ছিলেন। স্থানীয় ভাষ্য মতে এই জমিদার বাড়িটি অত্যাচারি জমিদার ছিলো। বাড়িটিতে রয়েছে প্রায় দেরশো বছরের পুরনো দূর্গা মন্দির,পুকুরঘাট,বেশ কয়েকটি অট্টালিকা,একটি প্রবেশদ্বার।
Recent Comments