ঘুড়ি ও ফানুস উৎসবে চলছে রেজিষ্ট্রেশন,২০ডিসেম্বর শেষ সময়।

Page Visited: 1021
98 Views

নিচের লিংক থেকে রেজিষ্ট্রেশন করে নিন সহজেই।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScFHpYwpF-STqsKdiTp9nzy1KUX5ILWU90vpUHgYk30FHoLaQ/viewform

আপনার পছন্দের প্যাকেজ থেকে বেছে নিন যেকোনও প্যাকেজ, ঘুড়ি উৎসবে বিক্রয়কৃত ঘুড়ি,ফানুস,নাটাই এর লভ্যাংশ প্রতিবারের মতো ব্যায় করা হবে সমাজসেবামুলক কাজে। তাই এটা শুধু উৎসব না তার সাথে অসহায়ের মুখে হাসি ফোটাবারও একটি আয়োজন। তাই আপনাদের সকলের অংশগ্রহন একান্তভাবে কাম্য।

সকলের নিকট অনুরোধ থাকবে ঘুড়ি উৎসবে সকলে মাস্ক ব্যবহার করে আসবেন । এবারের ঘুড়ি উৎসবে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *