ঘুড়ি উৎসব 2019 উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Page Visited: 1160
138 Views

ফরিদপুর সিটি পেইজ কর্তৃক আয়োজিত ঘুড়ি উৎসব 2019 এর দ্বিতীয় প্রস্তুতিমুলক সভা আজ বিকাল 4 ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার মডারেটরগন। সভায় উৎসব নিয়ে আলোচনা করা হয় সকল মডারেটরগনের মতামত গ্রহন করা হয় কার কি দায়িত্ব বন্টন করা হয়। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে প্রয়োজনীয় পরামর্শ করা হয়। এবারের উৎসব অনেক বৃহত আকারে করা হচ্ছে। এজন্য সকলের সহযোগীতাও কামনা করা হয় সকলের পক্ষ থেকে।উৎসব নিয়ে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলর মডারেটর বিপল্ব মন্ডল, সালথা উপজেলার মোঃ জব্বার হোসেন, সদরপুর উপজেলার মোঃ রাসেল মৃধা, ফরিদপুর সদর উপজেলার মোঃ আহসান হাবীব বাপ্পি, সৈকত হাসান, মোঃ মেহেদী হাসান হৃদয়, আবির হাসান হৃদয়, সালমান রহমান পিয়াল, মোঃ রোকন উদ্দীন, সৌরভ মল্লিক, চরভদ্রাসন উপজেলার মোঃ তৌফিক এলাহী, বোয়ালমারী উপজেলার মোঃ রাকিবুল ইসলাম,ভা্ঙ্গা উপজেলার অভিষেক চৌধুরী, অমাদের শুভাকাংক্ষি ফয়সাল আহমেদ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *