কোভিড ১৯ এ দুজন মৃত্যুবরন করেছেন ফরিদপুরে গত ২৪ ঘন্টায়

Page Visited: 506
185 Views

কোভিড ১৯ এ দুজন মৃত্যুবরন করেছেন ফরিদপুরে গত ২৪ ঘন্টায় এ নিয়ে ফরিদপুর জেলায় মোট মৃতুর সংখ্যা দাড়ালো ১৩১ জন , গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় নতুন শনাক্ত ৩৬ জন, ফরিদপুর সদর-২৬,ভাঙ্গা -৩,বোয়ালমারী – ২,নগরকান্দা-৪,সদরপুর – ১, মোট শনাক্ত-৯১২৩ জন। গত ২৪ ঘন্টায় ফরিদপুরে নমুনা পরীক্ষা হয়েছে ২৪৫টি তার মধ্যে পজিটিভ ৩৬টি। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভতির্ হয়েছে ১৬ জন, হাসপতালে ভতির্ আছেন ৭০ জন, হোম আইসোলেশনে আছে ৩৯৭ জন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *