কানাইপুর শিকদার বাড়ি
09/03/2023
Page Visited: 345
433 Views
কানাইপুর শিকদার বাড়িটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামে অবস্থিত। প্রায় ৪শত বছরের পুরোনো এই জমিদার বাড়ির ইতিহাস বলে ধারনা করা হয়। জমিদার বংশের রাণী ভবতারিণী শিকদার একজন সুশাসক ছিলেন। রানী ভবতারিনী শিকদারের আমল থেকে জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি শুরু হয় ।
এই জমিদারদের অত্যাচারের বিরুদ্ধেই ফরায়েজী আন্দোলন শুরু হয়েছিলো তার নেতৃত্ব দান করেছিলেন হাজী শরিয়াতুল্লাহ তার মৃত্যুুর পরে তার পুত্র ১৯১৮ দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ধর্মীয় সংস্কারের পাশাপাশি,নীলকরদের অত্যাচার, কৃষকদের জমিদার, ও শোষন হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য।
Recent Comments