কবি আশরাফ আলী খান
14/03/2023

কবি আশরাফ আলী খানের জন্ম ১৯০১ সালে জেলার আলফাডাংগা থানার পানাইল গ্রামে। কবি ও সাহিত্যিক আশরাফ আলী খান যশোর থেকে ম্যাট্রিক পাশ এবং কোলকাতা প্রেসিডেন্সী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র থাকাকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করলে কলেজের পড়ার সমাপ্তি ঘটে। ১৯২৩ সালে কলকাতায় ইনকামট্যাক্স অফিসে কেরানীর চাকুরী লাভ করেন। ১৯২৭ সালের নভেম্বর মাসে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ‘বেদুঈন’ প্রকাশিত হয়। পত্রিকাটি সুষ্ঠু পরিচালনার জন্য সরকারী চাকরী ইস্তফা দেন। ১৯৩৮ সালের সেপ্টেম্বর মাসে তার সম্পাদনায় সাপ্তাহিক ‘নও জওয়ান’ প্রকাশিত হয়। বিপ্লবের বেদনা ও সাম্যের কবি হিসেবে খ্যাত “ তার রচিত কাব্যগ্রন্থ” “ভোরের কুহু” “কঙ্কাল” “ছন্ন ছাড়ার ক্লাব। এছাড়া ইকবালের বিখ্যাত কাব্য ‘শেকেয়ার’ সার্থক বঙ্গানুবাদ তাঁর অমর সৃষ্টি। দারিদ্র্যের দুঃসহ জ্বালায় ১৯৩৯ সালের ১৯ নভেম্বর মাত্র ৩৮ বছর বয়সে আত্মহত্যা করেন।




Recent Comments