এই ১ম ফরিদপুরে বেসরকারী উদ্যোগে চালু হলো আইসিইউ এবং সিসিইউ ইউনিট।

Page Visited: 333
148 Views
ছবি এনামুল হাসান মাসুম

ফরিদপুরে বেসরকারী উদ্যোগে চালু হয়েছে আইসিইউ এবং সিসিইউ ইউনিট। এর আগে সরকারিভাবে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ শয্যার আইসিইউ বিভাগ চালু হলেও বেসরকারীভাবে ফরিদপুরে এই ১ম।ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চাপ বেশি থাকায় অনেককেই সেই সেবা নিতে পারতো না তবে এবার বেসরকারীভাবে এই সুবিধা নিতে পারবেন ফরিদপুরসহ অন্যান্যজেলার সেবা প্রার্থরা ।

আজ ২২শে জুন মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকায় রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে ৫ শয্যার আইসিইউ এবং ১১ শয্যার সিসিইউ ইউনিটের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন,ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মো. মাসুম রেজা, ডা. মোঃ তানসিভ জুবায়ের নাদিম (ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় ),এছাড়াও উস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাস সিদ্দীকি, হাসপাতালের চেয়ারম্যান রেজাওয়ান মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ডা. সৌদ মো. সালেহ প্রমুখ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *